আজ বৃহস্পতিবার, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটক

লালমনিরহাটে ১০০ বোতল

লালমনিরহাটে ১০০ বোতল ফেন্সিডিলসহ ব্যবসায়ী আটকলালমনিরহাটে ১০০ বোতল

হাসান মাহমুদ,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভারতীয় নিষিদ্ধি ১০০বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত শফিকুল ইসলাম উপজেলার ঘোংগাগাছ এলাকার হযরত আলীর পুত্র।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, বুধবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ উপজেলার ওই এলাকায় অভিযান চালিয়ে শফিকুলকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।

তিনি আরো জানান, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ