আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লবণভর্তি কাভার্ডভ্যানে ১৯ হাজার ইয়াবা, গ্রেফতার ২

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে  লবণভর্তি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১৯ হাজার  ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

শুক্রবার ১২ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই ১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

বিকেলে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।  

গ্রেফতারকৃত আসামীরা হলো , নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মোঃ আবতাবের ছেলে  মোঃ সুমন (২৬) এবং  নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মোঃ আলী আকবরের ছেলে মোঃ সেলিম (৫০)।

র‍্যাব জানায়, কক্সবাজার থেকে লবণভর্তি কাভার্ডভ্যানে ইয়াবা নিয়ে ঢাকা যাচ্ছে এমন খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ চেকপোস্ট বসানো হয়। শুক্রবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টার দিকে উক্ত মাদক পাচারকারীদের আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, কাভার্ডভ্যানের ভিতরে বিশেষ কৌশলে গাড়ির বডির টিন কেটে পাচারকৃত ইয়াবাগুলো লুকানো রয়েছে। পরে তাদের দেখানো মতে লবণ সরিয়ে মেশিনের মাধ্যমে বডির টিন কেটে ১৯,১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ