নিজস্ব প্রতিবেদকঃ ১৩ জানুয়ারি-২০১৮ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন বাংলাদেশ রিপাবলিকান পার্টির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । নেতারা দেশের ক্লান্তিলগ্নে একটি নিরপেক্ষ নির্বাচনের দ্রুত রোডম্যাপ ও গণতান্ত্রিক পক্রিয়া নিশ্চিতসহ সকলের সমান অধিকার সৃস্টি করার কথা বলেন। দেশে সাত কোটি লোকের আসন সংখ্যা ছিল ৩’শ। বতমানে ১৬ কোটি জনগণের ৩’শ আসন থাকতে পারে না।দ্বি-কক্ষ পার্লামেন্ট, ৫’শত সংসদীয় আসন নিয়ে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষের দাবীতে আগামী দিনে রাজপথে আন্দোলনসহ লক্ষাধিক লোকের সমাবেশ করার ঘোষণাদেন।
মাদক, সন্ত্রাস বন্ধ করে দেশের সু-শাসন, গণতন্ত্র নিশ্চিত করে অথনৈতিক উন্নয়নে বাংলাদেশ রিপাবলিকান পার্টির বিকল্প নেই বলে দেশবাসির উদ্দেশ্যে নেতারা বক্তব্য রাখেন।মানববন্ধনে সংবিধান অনুযায়ী সরকারকে দ্রুত নিরপেক্ষ নির্বাচনের রোডম্যাপ, যুক্তরাষ্ট্র ও ভারতের পদ্ধতিতে নিরপেক্ষ গণতান্ত্রিক নির্বাচন এবং সকল দলের অংশগ্রহনের পদক্ষেপ গ্রহণের দাবী জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়, আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান এডভোকেট আব্দুল জলিল, মোঃ কামাল হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন হেলাল, মোঃ নুর ইসলাম, ড. জাহিদুল হক, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জিনাত ফেরদৌস ঝুমা, মুখপাত্র এম ফখরুল ইসলাম মিলন, যুগ্ম মহাসচিব এডভোকেট আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, শেখ মোঃ খায়রুল ইসলাম টিপু, এম.এ মতিন, মোঃ মাহফুজুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, শেখ সালাউদ্দিন মারুফ, অধ্যক্ষ শাখাওয়াত হোসেন, কোষাধক্ষ্য জাহিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মাহবুব আলম অপু, আইন সম্পাদক এডভোকেট রুহুল আমিন, পরিবেশ সম্পাদক মোঃ লুৎফর রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রবাল কান্তি সাহা, যুব ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক বেল্লাল হোসেন, শিক্ষা সম্পাদক মোঃ তাজউদ্দিন, আন্তর্জাতিক সম্পাদক ওমর ফারুক, স্বাস্থ্য সম্পাদক ডাঃ সিফাত হাসান, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল হক, কেন্দ্রীয় সদস্য মাওলানা নাজিমউদ্দিন আযহারী, আবুল কালাম পলাশ, সাজেদুল ইসলাম, আব্দুস সুবহান, মোঃ মাসুদ পারভেজ, মোঃ আঃ খালেক, ব্যারিস্টার শাহাদাৎ হোসেন, মোঃ সাব্বির হোসেন, অধ্যাপক মোঃ ওসমান গণী, মোঃ আরিয়ান, ডাঃ তোফয়েল ইসলাম, মোঃ ওয়ালিদ, মোঃ নুরুজ্জামান, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহজালাল হাওলাদার, কাজী আরিফুল হক, মোঃ আলাউদ্দিন সিদ্দিকী, শারমিন আক্তার প্রিয়া, আরব আলী বিশ্বাস ও মোঃ ওবায়দুর রহমান। তাছাড়া পিরোজপুর, পটুয়াখালী, নোয়াখালী, গোপালগঞ্জ, মাদারীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, নরসিংদী, বি-বাড়ীয়া, কুমিল্লা, বরিশাল, চাঁদপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝালকাঠি, নওগাঁ ও ঢাকা জেলার সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতাকমী উপস্থিত ছিলেন।