আজ মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরকে রেল যোগাযোগের সাথে সংযুক্ত করা হবে —– মোফাজ্জেল হোসেন

রেল যোগাযোগের

রেল যোগাযোগের

এস.ডি রিপন মাহমুদ ॥
রেলপথ মন্ত্রণালয় এর সচিব মোফাজ্জেল হোসেন বলেছেন পিরোজপুরকে রেল যোগাযোগের সাথে সংযুক্ত করা হবে। তিনি আজ পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন। জেলার মঠবাড়িয়া উপজেলায় ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের মোফাজ্জেল হোসেন বিসিএস এর ৮৪ সালের ব্যাচের কর্মকর্তা। মঠবাড়িয়া থেকে আজ সকালে বাগেরহাট এবং মংলায় রেল লাইন স্থাপনের কাজ দেখতে যাবার পূর্বে তিনি পিরোজপুর প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন। তিনি পিরোজপুরের বিদ্যুৎ সমস্যা সমাধানে গ্রিড সাবস্টেশন, অর্থনৈতিক জোনসহ বিভিন্ন উন্নয়ন কাজে সহযোগিতার আশ্বাস দেন। এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আবু আহমদ ছিদ্দীকী বক্তব্য রাখেন। উপ সচিব জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কাজী তোফায়েল হোসেন এসময় উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব সভাপতি শফিউল হক মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জিয়াউল আহসান, খালিদ আবু, হাসিবুল হাসান ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু বক্তব্য রাখেন। জাতি সংঘের ৭ম দাপ্তরিক ভাষা হোক বাংলা শ্লোগান নিয়ে জাগো নিউজ ২৪.কম এর আয়োজনে প্রাণ গ্রুপ এর সহযোগিতায় ভোট দান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। এই ভোটদান অনুষ্ঠান উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আবু আহমদ ছিদ্দীকী।

স্পন্সরেড আর্টিকেলঃ