আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসী দাখিল মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। রোববার ২ জানুয়ারি সকালে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ মুন্না খাঁন প্রধান অতিথি হিসেবে এ বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মুফতি ওবায়দুল হকের সঞ্চালনায় এসময় অভিভাবক সদস্য মেহেদী হাসান বাবেল, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহিরুল ইসলাম জহির, শিক্ষক নুরুল ইসলাম,বিল্লাল হোসেন, কাদির হোসেন, লাভলী, এলিজা, অভিভাবক সদস্য মোশারফ হোসেন মশু, সমাজ সেবক রাসেল, সজল মিয়া, সোহেল প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এসময় রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ মুন্না খাঁন বলেন, করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও যথাসময়ে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে নতুন বই তুলে দিচ্ছে সরকার। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মহোদয়ের প্রচেষ্টায় রূপগঞ্জে বই এর সংকট নেই। প্রত্যেকটা স্কুলে নতুন বই পৌছে যাচ্ছে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ব্যক্তিগত উদ্যোগ এবং সাহসী পদক্ষেপের কারণে সম্ভব হয়েছে। নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। নতুন উদ্যোমে শিক্ষার্থীদের লেখাপড়া চালিয়ে যেতে হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ