আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপসীবাসীকে যুবলীগ নেতা রিপনের ঈদের শুভেচ্ছা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা ওমর ইসলাম রিপন রূপসীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার রাতে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীনের পক্ষ থেকে তিনি ঈদের শুভেচ্ছা জানান।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ৪ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ মানুষের পাশে রয়েছে। আমরা ত্রাণ সামগ্রী বিতরণে সহযোগিতা করছি। দেশের ক্রান্তিকালে এবার আমরা ঘরে বসে ঈদ আনন্দ করব। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হবো না। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। ঈদ মোবারক।