আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার প্রতীক বরাদ্দ দেয়। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী সালাউদ্দিন ভূইয়া পেয়েছেন নৌকা প্রতীক, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন পেয়েছেন মটর সাইকেল । এদিকে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় বেসরকারীভাবে বিজয়ী হয়েছে ১নং ওয়ার্ডে আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ডে রিটন প্রধান ও ৪, ৫, ৬নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে জিন্নাত আক্তার এবং ৭, ৮ ,৯ ওয়ার্ডে জাহানারা বেগম।
২নং ওয়ার্ডে মনির হোসেন (ফুটবল), মনিরুজ্জামান বাদশা (টিউবওয়েল), ৩নং ওয়ার্ডে মোরশেদ আলম (ফুটবল), জুলহাস মিয়া (বৈদ্যুতিক পাখা), সোহেল মোল্লা (মোরগ), ফিরোজ আলম (আপেল), ৫নং ওয়ার্ডে মফিজ উদ্দিন মিয়া (তালা), ওসমান গনি (মোরগ), মমিনউদ্দিন (টিউবওয়েল), আব্দুল কাইয়ুম (ফুটবল), ৬নং ওয়ার্ডে আব্দুল্লাহ আল মামুন দোলন (তালা), মজিবুর রহমান (মোরগ), আক্তার হোসেন মোল্লা (ফুটবল), মিছির আলী (টিউবওয়েল), ৭নং ওয়ার্ডে জালাল উদ্দিন (ভ্যানগাড়ী), মাসুদ মিয়া (তালা), সফিকুল ইসলাম (টিউবওয়েল), জলিল মিয়া (মোরগ), খোরশেদ আলম ( ফুটবল), ৮নং ওয়ার্ডে আব্দুর রহিম (মোরগ), রমজান আলী (ফুটবল), আপেল মাহমুদ (আপেল), ৯নং ওয়ার্ডে জাকির হোসেন (টিউবওয়েল), আওলাদ হোসেন (মোরগ), মিজানুর রহমান রানা (ফুটবল) এবং ১, ২, ৩ সংরক্ষিত নারী সদস্য পদে লাখি আক্তার (বই) ও জাকিয়া সুলতানা (কলম) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
প্রসঙ্গত গত ৩ সেপ্টেম্বর রূপগঞ্জ উনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।