আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জ ইউনিয়নে যাদের প্রার্থীতা বাতিল

আসন্ন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষ হয়েছে।  ৫০ প্রার্থীর মধ্য থেকে ৭ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আবেদনকারীদের আবেদনে অসামঞ্জস্যপূর্ণ তথ্য দেয়ায় এ পর্যন্ত ৫০ জনের মধ্যে ৭ জনের আবেদন বাতিল হিসেবে ঘোষণা করা হয়েছে।

এদের মধ্যে ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য প্রার্থী আয়েশা আক্তার, ৩ নং ওয়ার্ডের মোরশেদ আলম, ফিরোজ মাহমুদ, ৫ নং ওয়ার্ডের মনির উদ্দিন, রফিকুল ইসলাম, ৭ নং ওয়ার্ডের খোরশেদ আলম, আব্দুল জলিলদের আবদেন বাতিল করা হয়েছে।

এ প্রসঙ্গে চেয়ারম্যান পদে সালাহউদ্দিন ভুঁইয়া ও কবির হোসেন লড়বেন।

এছাড়া ২ নং সংরক্ষিত আসনে নারী সদস্য জিন্নাত জিসান, ৪ নং ওয়ার্ডে রিটন প্রধান, ১ নং সংরক্ষিত নারী সদস্য লাকী বেগম এবং একই ওয়ার্ডে আলমগীর হোসেনের প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন। বাকীদের জন্য  আগামী ১৪ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ সংবাদ