নবকুমার: নবনিযুক্ত রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ ও যুবমহিলা লীগ নেতৃবৃন্দ। বুধবার ( ২২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদে ইউএনও শাহ্ নুসরাত জাহানকে ফুলের তোড়া উপহার দেন ক্ষমতাসীন দলের নারী নেত্রীবৃন্দ। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আফিফা খাঁন , রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, ইউপি সদস্য রেহেনা আক্তার ,শিক্ষিকা উমা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত শাহ্ নুসরাত জাহান বৃহস্পতিবার ( ১৬ জুলাই) বিকালে বিদায়ী ইউএনও মমতাজ বেগমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।