আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের মাস্ক ও লিফলেট বিতরণ

করোনা প্রতিরোধে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ জনসাধারণের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে। শনিবার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভূইয়া গোলাকান্দাইল ইউনিয়নের বিভিন্ন মসজিদে সাবান ,মাস্ক বিতরণ করেছেন। এর আগে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন। তাছাড়া চনপাড়া ও কায়েতপাড়ায়  স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে গতকাল লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। এসময় স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ জনগণকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, “আপনারা ঘরে থাকুন, আপনার এই ঘরে অবস্থান এবং সামাজিক দূরত্ব মেনে চলা বাঁচিয়ে দিতে পারে দেশকে, জাতিকে। নিজে নিরাপদে থাকুন অন্যকে নিরাপদে রাখুন।

প্রসঙ্গত করোনা আতঙ্কে কাপছে সারা বিশ্ব। বাংলাদেশে সরকারী-বেসরকারী সব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনার প্রভাব পড়েছে রূপগঞ্জেও ।