আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা

রূপগঞ্জে ৪৯ তম মহান স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২৬ মার্চ) সকালে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের স্মরণে উপজেলা পরিষদের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারি কমিশনার ( ভূমি) তরিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ উপস্থিত ছিলেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশন , জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে স্বাধীনতা দিবসের কিছু অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ