আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সেই দুই ছাত্রলীগ নেতাকে বহিস্কার

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের দুই সদস্যকে বহিস্কার করা হয়েছে। সংগঠনের নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিস্কার করা হয়। বহিস্কৃতরা হলেন কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সহ- সভাপতি আশফাকুল ইসলাম তুষার,সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ভুইয়া জেমিন। রবিবার ( ২৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রসঙ্গত কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাদিম হোসেন অপুর উপর হামলা ও তার মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ভূমিদস্যু সন্ত্রাসী আশফাকুল ইসলাম তুষার , আশরাফুল আলম ভুইয়া জেমিনসহ ১১ জনের নামে মামলা হয়েছে। রূপগঞ্জ থানায় মামলা নং ৪৮ ( তাং ২১/০১/২০২১)। তুষার ইছাখালীর সামছুল মিয়ার ছেলে, জেমিন চনপাড়ার মৃত নুরু মিয়ার ছেলে । তাদের বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে। তাদের দুই জনের বিচার দাবিতে সম্প্রতি কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। সভায় বক্তারা বলেন , কায়েতপাড়ার মাটিতে কোনো চাঁদাবাজ- ভূমিদস্যু , সন্ত্রাসীদের স্থান হবে না। যারা কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপুর উপর হামলা চালিয়ে তার মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে তারা ভূমিদস্যু সন্ত্রাসী। আরও পড়ুন: ছাত্রলীগ সেক্রেটারীর মোটরসাইকেল পুড়াল ভূমিদস্যু সন্ত্রাসীরা

স্পন্সরেড আর্টিকেলঃ