আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সুতার কারখানা ও গোডাউনে আগুন

 

সংবাদচর্চা রিপোর্ট :

রূপগঞ্জ উপজেলার তারাবো সুতার কারখানা ও গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে । এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার মালিক রিপন মিয়া জানান, উপজেলার যাত্রামুড়া এলাকায় ফ্রেন্ডস নামে তার একটি সুতা তৈরির কারখানা রয়েছে। তার পাশে উজ্জ্বল নামে এক ব্যক্তির তুলার গুদাম রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ করেই উজ্জ্বলের তুলার গুদামে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা পাশের সুতা কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় কারখানায় থাকা তিন টন সুতা ও মেশিনারিজসহ সব যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও ইউনুস পেপার মিলের ফায়ার সার্ভিসের একটি ইউনিট মিলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে প্রায় ২৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ী রিপন মিয়া দাবি করেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফকরউদ্দিন আহমেদ বলেন, ‘কাঁচপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিভিয়ে ফেলেছে। এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি।

সর্বশেষ সংবাদ