আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শীতার্তদের পাশে মন্ত্রী গাজী

নবকুমার:

শীতে কাঁপছে দেশ। তাপমাত্রাও কমেছে উল্লেখযোগ্য হারে। শীতার্ত মানুষকে একটু উষ্ণতা দিতে  শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক । তার নিজ নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার প্রত্যেকটি দরিদ্র শীতার্ত মানুষের কাছে  শীতবস্ত্র পৌছে দিচ্ছেন। রবিবার (২২ ডিসেম্বর) থেকে গোলাম দস্তগীর গাজীর শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। তিনি শীতবস্ত্র বিতরণে জন্য দলীয় নেতাকর্মীদের নিয়ে কয়েকটি টিম করেছেন। ঐ টিমের সদস্যরা রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছে। মন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে । প্রত্যেক ইউনিয়নে প্রায় ৩ হাজার করে কম্বল দেয়া হচ্ছে।  আজ প্রথম দিনে ৪ টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় কম্বল বিতরণ করা হয়। ইউনিয়ন গুলোর মধ্যে রয়েছে মুড়াপাড়া ,ভূলতা,গোলাকান্দাইল,ভোলাব এবং কাঞ্চন পৌরসভা।

শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মো ফিরুজ ভুইয়া, উপজেলার আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল, যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, মহিলা মেম্বার লাভলী মানিক, রেহেনা আক্তার প্রমুখ।