আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে লকডাউন অমান্য করায় জরিমানা

রূপগঞ্জে লকডাউন অমান্য করায় ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (২৭ জুন) রূপগঞ্জ ও মুড়াপাড়া খেয়া ঘাটে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এ জরিমানা করেন। ৩০০ ফিট এলাকায় একটি হোটেলকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া রূপগঞ্জ ইউনিয়নে লকডাউন বাস্তয়নের জন্য কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে টহল দিয়েছে প্রশাসন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, রূপগঞ্জ ইউনিয়নে কঠোর লকডাউন পালিত হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রশাসনকে সহযোগিতা করছে। ভ্যানগাড়ির মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ডে সবজি মাছসহ কাঁচাবাজার পৌছে দেওয়া হচ্ছে। ওষুধ সরবরাহ করা হচ্ছে। ১১ জুন রাত ১২ টা হতে লকডাউন শুরু হয়েছে । প্রতিদিন সকাল ৬ টা থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রশাসন টহল দিচ্ছে। ফলে রূপগঞ্জ ইউনিয়নে করোনা আক্রান্ত তুলনামূলকভাবে কমে এসেছে।

স্পন্সরেড আর্টিকেলঃ