আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও জাতীয় শিশুদিবস  রূপগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে রূপসী গাজী ভবনে রূপগঞ্জ উপজেলা যুবলীগ দোয়া আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে। এসময় রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, তারাব পৌর যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন রাসেল, কাউন্সিলর নজরুল ইসলাম মফিজ সহ উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে নেতৃবৃন্দ কেক কেটে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও জাতীয় শিশুদিবস উদযাপন করে। এর আগে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়।

প্রসঙ্গত স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা  ১৯২০ সালের ১৭ মার্চ বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুত্ফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। এই দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসেব উদযাপিত হয়। রূপগঞ্জেও নানা আয়োজনে উদযাপন হচ্ছে।