আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ভক্তবাড়ি বাজারে এক রাতে ৫ দোকানে চুরি ॥

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই রাতে ৪ দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার মধ্যরাতের পর থেকে যে কোন সময় উপজেলার সদর ইউনিয়নের ভক্তবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম জানান, ভক্তবাড়ি বাজারের মুদি দোকানি হযরত আলী, মনু মিয়া, হার্ডওয়ার ব্যবসায়ী আশরাফুল, আরিফুল, পোল্ট্রি ব্যবসায়ীর জামান মিয়াদের মালিকনাধী মোট ৫ টি দোকানে বুধবার ভোররাতের দিকে টিনের চালা কেটে প্রায় ৩ লক্ষাধিক নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রহরী নজরুল ও চিম্মা মিয়াকে জিজ্ঞাসাবাদে বাজারের লোকজন জানতে পারেন একই বাজারে নারায়ণ দর্জি, চা বিক্রেতা সবুজের দোকানে রাতভর ক্রিকেট জুয়ার আসর বসে। সেখানে প্রহরীরা সে জুয়া খেলায় ব্যস্ত থাকার কোন ফাঁকে জুয়ারী ও ইয়াসেবীরা এ চুরির কাজ করেছে বলে ধারনা করছেন ব্যবসায়ীরা।
বাজার কমিটির সাধারন সম্পাদক নুরুল ইসলাম বলেন, ভক্তবাড়ি এলাকায় ইয়াবা সেবন ও জুয়ার আড্ডা বেড়ে গেছে। ফলে ঘন ঘন এই বাজারে চুরির ঘটনা ঘটছে। এ সময় তিনি পুলিশ প্রশাসনের সহযোগীতা কামনা করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় ব্যবসায়ী হাসনাত কবির বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক চোরদের আটকের চেষ্টা চলছে।