আজ বৃহস্পতিবার, ১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার ভূলতা ঘরোয়া কমিউনিটি সেন্টারে রূপগঞ্জ থানার আয়োজনে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের সঙ্গে পুলিশের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার গ’-সার্কেল (রূপগঞ্জ, আড়াইহাজার থানা) মাহিন ফরাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যাংকের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর, আর্চওয়ে সিসিটিভি স্থাপন করে এবং সিকিউরিটি গার্ডদের নির্দেশনা প্রদর্শন পূর্বক জনগণের সর্বোত্তম স্বার্থে এবং ব্যাংকের সার্বিক নিরাপত্তায় সব সময় পুলিশ পাশে থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলমসহ এলাকার ২৫ টি ব্যাংকের ম্যানেজাররা।