একটি মৃত মেছো বাঘ উদ্ধার করা হয়েছে রূপগঞ্জে । সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার চনপাড়া-নগরপাড়া গাজী বাইপাস সড়কের কায়েত পাড়া ইউনিয়নের দেইলপাড়া এলাকায় বাঘটি পাওয়া যায়।
কে বা কারা হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায় নি।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শুনেছি দেইলপাড়া এলাকায় একটি মৃত বাঘ পাওয়া গেছে।