আজ বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বাগান নষ্ট

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ উপজেলার হাটাবো দক্ষিণ বাড়ৈ পূর্বটেক এলাকায় গত ১মে শনিবার দীন মোহাম্মদের (৫৬) বাগানের প্রায় ৮/১০ টি গাছ কেটে তার জমিতে জোড় পূর্বক রাস্তা নির্মাণ ও জমি দখল করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

তার বাগানে প্রায় ২০টির বেশি ফল ধরুন্ত ফলগাছ এবং কাঠ গাছ রয়েছে। যা বিক্রির উপযুক্ত। পূর্ব শত্রুতা ও জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়।

১ মে রাতে প্রায় ৯/১০ সদস্যের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দীন মোহাম্মদের বাগানের গাছ কেটে তার পাশ দিয়ে রাস্তা নির্মাণের জন্য মাটি ভরাট করে। পরে খবর পেয়ে দীন মোহাম্মদ ও তার ভাই মুন্না ভুঁইয়া (৪৮) তাদের বাধা দিতে গেলে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এ ব্যাপারে দীন মোহাম্মদ বাদী হয়ে লায়েছ মিয়া (৪৫), জাকির হোসেন (৪০), মনির হোসেন (৩৫) সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসীম উদ্দিন বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্পন্সরেড আর্টিকেলঃ