সংবাদচর্চা রিপোর্ট:
আসন্ন রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী জেলা আইনজীবী সমিতির আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া। তিনি ভোটার দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নিজের পক্ষে ভোট চাচ্ছেন।
গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জের কাঞ্চন বাজারসহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের নেতা কর্মীসহ স্থানীয় সাধারনকে সাথে নিয়ে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন । তিনি জনগণের ব্যাপক সারা পাচ্ছেন।
এড. মোহাম্মদ স্বপন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণীত হয়ে ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কখনো দলের আদর্শ থেকে বিচ্যুতি হয়নি। বিপদ-আপদে সব সময় দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর পাশে ছিলাম। সেবার পরিধি বাড়াতে উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমার দৃঢ় বিশ্বাস, দল ও এলাকার মানুষ আমার কাজের মূল্যায়ন করবেন।
গনসংযোগে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ছমির উদ্দিন মেম্বার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, তারাব পৌর সৈনিক লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, কাঞ্চন পৌর সৈনিক লীগের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক আঃ মতিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম, মুড়াপাড়া ইউনিয়ন সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল, ভূলতা ইউনিয়ন সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলামিন, রূপগঞ্জ ইউনিয়ন সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, মুড়াপাড়া কলেজের জিএস মোঃ দুলাল, সৈনিক লীগ নেতা মোঃ আমজাদসহ অনেকেই ।