আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অননুমোদিত কারখানায় নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের দায়ে কারখানার মালিক মোঃ জামাল মিয়া(৫৪) কে গ্রেফতার করেছে  র‌্যাব-১১। গত ০২ এপ্রিল  দিবাগত রাত ৯ টায় নোয়াগাঁও এলাকায় অবস্থিত কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।  এ সময় কারখানা হতে ১৫০০ লিটার অ্যালকোহল, ১০০ মিঃ লিঃ ওজনের এসিএমই ব্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার ১৩০০ বোতল, ৫০ মিঃ লিঃ ওজনের র‌্যাংগার ব্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতল, ৫০ মিঃ লিঃ ওজনের লেবেলবিহীন হ্যান্ড স্যানিটাইজার ২৫০ বোতল সহ সর্বমোট ১৮০০ বোতল নকল হ্যান্ড স্যানিটাইজার ও ১২৫০ টি র‌্যাংগার ব্যান্ডের লেবেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী  রূপগঞ্জ থানাধীন নোয়াগাঁও এলাকার স্থায়ী বাসিন্দা। বিষয়টি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব -১১ এর অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ জসিম উদ্দীন চৌধুরী।

তিনি জানান, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করায় এবং করোনা ভাইরাস জনিত সংক্রামক রোগ কোভিড-১৯ এর বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তারের ফলে হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন দেশী ও বিদেশী খ্যাতিমান ব্রান্ডের নামে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাত করে আর্থিকভাবে লাভবান হবার জন্য ভোক্তাদের সাথে প্রতারণার অপচেষ্টা চালিয়ে আসছে। জিজ্ঞাসাবাদে সে আরও স্বীকার করে সম্প্রতি বাজারে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক চাহিদা ও উচ্চমূল্য থাকায় অবৈধভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য অননুমোদিত ও নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে এসিএমই,র‌্যাংগ্যার সহ বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের লোগো ব্যবহার করে প্রতারণামূলকভাবে বাজারজাত করে আসছে। কোন প্রকার কেমিষ্ট বা প্রশিক্ষিত লোক ছাড়াই এই হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে যা ব্যবহারের ফলে মানুষের ত্বকে বিভিন্ন রোগব্যাধি সৃষ্টি হতে পারে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।