আজ রবিবার, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে তারেক রহমানের ৫৩তম জন্মদিন পালিত

তুহিন মোল্লা, রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভার কাজীপাড়া এলাকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে ।
রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র দলের কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মাহবুব, ছাত্র নেতা আমিরুল ইসলাম, যুব দল নেতা আক্তার হোসেন, কাজী আহাদ , নুরুল ইসলাম রিপন প্রমূখ।