আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ডাবল লাশ

বিপ্লব হাসান: রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে একইদিনে দুই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে । বুধবার (১৮ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার মুড়াপাড়া বাজারের শীতলক্ষ্যা নদীর একটি ডক ইয়ার্ডের পাশ থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বাউলিপাড়া শীতলক্ষ্যা নদীতে খোকনের ডক ইয়ার্ডের সামনে আনুমানিক ৩৮ বছর বয়সী আরও এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছেন। সকাল ৭টার দিকে মুড়াপাড়া বাজার এলাকায় নদী পাড় হওয়ার সময় লোকজন শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে রূপগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেন। একই অবস্থায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বাউলিপাড়া এলাকাবাসী শীতলক্ষ্যা নদীর খোকনের ডক ইয়ার্ডের সামনে এক অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে। পুলিশ লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, শীতলক্ষ্যা নদী থেকে দুইটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। প্রথমে একটি লাশ উদ্ধার করা হয়, পরে আরো একটি লাশের সন্ধান পাওয়া যায়। লাশের পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত লাশ দুইটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হবে। তবে ময়নাতদন্তের পরে সঠিক তথ্য সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।