আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ট্রাক চাপায় নিহত -১

রূপগঞ্জে ট্রাক চাপায় রাশেদুল ইসলাম (৪৫) নামে এক চায়ের দোকানদার নিহত হয়েছে। শনিবার ভোর ৬ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাংলাকেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ভুলতা ইউনিয়নের আউখাবো গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রাশেদুল ইসলাম ভুলতা এলাকার কালু ভুইয়া ইট ভাটার সামনে চায়ের দোকানদারী করতো। শনিবার ভোরে সে দোকানে যাচ্ছিলেন। সিলেট থেকে পাথর বোঝাই করে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৬৮৯২) ডেমরার সারুলিয়া এলাকায় যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের বাংলাকেট পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পারাপারের সময় রাশেদুল ইসলামকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। এসময় ট্রাকটি খাদে পরে যায় এবং ড্রাইভার পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্পন্সরেড আর্টিকেলঃ