রূপগঞ্জে টাকা নিয়ে উধাও, ধরে দিতে পারলে ৫০০০০ হাজার টাকা পুরস্কার
সংবাদচর্চা ডেস্ক:
রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকার গাউছিয়া মার্কেটের শাহজালাল লাইব্রেরীর কর্মচারী দেড় লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে শুক্রবার লাইব্রেরীর মালিক জয়নুল আবেদীন বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
শাহজালাল লাইব্রেরীর মালিক জয়নুল আবেদীন জানান, ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার অচিন্তপুর গ্রামের মফিজউদ্দিনের ছেলে হুমায়ুন ওরফে সায়মন (২২) গত ৩বছর যাবত আমার দোকানে চাকুরী করে আসছে।
গত সোমবার ঢাকার বাংলাবাজারে বই কেনার জন্য ১ লাখ ৬৫ হাজার টাকা ও একটি মুঠোফোন দিয়ে পাঠানো হয়। সে বাংলাবাজার না গিয়ে টাকা নিয়ে উধাও হয়ে যায়।
সায়মনের মা মদিনা বেগম মুঠোফোনে জানান,আমার ছেলে কোথায় আছে জানি না আমি আমার ছেলেকে ফিরে চাই। তবে সে বাড়ি ফিরলে পুরো টাকাই ফেরত দেয়া হবে।
রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তারেকুজ্জামান জানান, আত্মসাতের জন্যই সায়মন টাকা নিয়ে আত্মগোপন করেছে। তাকে গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে।
এদিকে হুমায়ুন ওরফে সায়মনের সন্ধানদাতাকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন লাইব্রেরীর মালিক জয়নুল আবেদীন।