আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগের আলোক প্রজ্জ্বলন

নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে বর্বোরোচিত নারী নির্যাতন এবং সাম্প্রতিক বিভিন্ন সংঘবদ্ধ ধর্ষণ, ধর্ষণ ও নারী নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে রূপগ‌ঞ্জে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হ‌য়ে‌ছে। র‌বিবার সন্ধ্যায় উপ‌জেলার ব্রাহ্মনখালী এলাকায় ‌তিনশ ফুট সড়‌কে রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের উ‌দ্যো‌গে এ কর্মসূচি পালন করা হয়। আলোক প্রজ্জ্বলনের মোমবাতি হাতে নিয়ে তারা “ধর্ষকদের আস্তানা মুজিবের বাংলায় হবে না ” এই শ্লোগানকে সামনে রেখে অবস্থান করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি ফয়সাল অালম সিকদার, সাধারন সম্পাদক শেখ ফ‌রিদ ভুঁইয়া মাসুম, রূপগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি অা‌রিফ খান জয়, সাধারণ  সম্পাদক এম এ অা‌জিজ সহ অ‌নে‌কে।উক্ত কর্মসূচিতে  বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছি।  ধর্ষকরা কখনও কোন দল বা ধর্মের না৷ ধর্ষকদের শাস্তির চুড়ান্ত আইন বাস্তবায়ন করার দাবিতে উত্তাল রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।