রূপগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত যৌতুকের টাকা না পাওয়ায় এক গৃহবধুকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার চেষ্টা করেছে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকেরা। প্রতিবেশী লোকজন গুরুত্বর অস্থায় তাকে উদ্ধারের পর মূমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। মঙ্গলবার ভোর উপজেলার কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় এই ঘটনা ঘটে।
গৃহবধুর পিতা আমির হোসেন জানান, তিনি উপজেলার সদর ইউনিয়নের পিতলগঞ্জ গ্রামের বাসিন্দা। পেশায় তিনি একজন সবজি বিক্রেতা। প্রায় সাড়ে ৩ বছর পূর্বে তার একমাত্র মেয়ে লাকী আক্তার(২০)কে পাশর্^বর্তী কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকার মৃত করিম মোল্লার ছেলে সাবিকুল মোল্লার সাথে সামাজিক মোতাবেক বিয়ে দেন। বিয়ের সময় যথাসাধ্য তিনি মেয়ের জামাইকে স্বর্নলংকারসহ নগদ টাকা প্রদান করেন। এরপরও বিভিন্ন সময় স্বামীসহ তার পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে যৌতুক দাবি করতে থাকে।
বিয়ের দেড়বছর পর তাদের দাম্পত্য জীবনে সায়েম (২) নামে এক পুত্র সন্তানের জন্ম হয়। এরপর অটোরিক্সা কেনার জন্য লাকীর পিতা আমির হোসেনের কাছে ১ লাখ টাকা দাবি করে স্বামী সাবিকুল। পরে মেয়ের সুখের চিন্তায় তিনি ধার দেনা করে ৫০ হাজার টাকা পরিশোধ করেন। দু‘মাস আগে লাকীকে মারধোর করে অটোরিক্সার ব্যাটারী কেনার জন্য আরো ২০ হাজার টাকা যৌতুক নেয় স্বামী সাবিকুল। এদিকে, কয়েকদিন ধরে ফের দাবিকৃত যৌতুকের ১ লাখ টাকা থেকে অপরিশোধিত ৩০ হাজার টাকা দাবি করতে থাকে সাবিকুল। সোমবার রাতে উল্লেখিত টাকার জন্য লাকীকে অমানুষিক নির্যাতন করে স্বামী সাবিকুল, দেবর আশরাফুল ও স্বামীর বড়বোন রুমা বেগম। পিটুনীর যন্ত্রনায় মঙ্গলবার ভোর রাতের দিকে লাকী কাতরাতে থাকলে ক্ষিপ্ত হয়ে স্বামী সাবিকুল আবারো তাকে প্রহার শুরু করে।
এতে জ্ঞান হারিয়ে ফেলে লাকী। লাকী মারা গেছে ভেবে স্বামী সাবিকুল তার ছোট ভাই আশরাফুল ও বড়বোন রুমা বেগম, চাচা আব্দুর রহিম, আব্দুল হালিম ও চাচাতো ভাই রাজুকে ডেকে আনেন। তখন সকলেই ধারনা করে লাকী মারা গেছে। খুনের ঘটনা ধামাচাপা দেয়ায় চেষ্টায় সকলে শলাপরামর্শ করে লাকীকে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেয়। এসময় হঠাৎ লাকীর জ্ঞান ফিরে এলে গলায় প্রচন্ড চাপ পেয়ে সে স্বজোরে আর্তনাথ করে উঠে।
এতে তার শিশু সন্তান সায়েমও কান্না শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে লাকীকে ঝুলন্ত অবস্থায় ফেলে রেখেই পাষন্ডরা পালিয়ে যায়। পরে লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে অবস্থায় রূপগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এই ঘটনায় লাকীর পিতা আমির হোসেন বাদি হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুপরে কলাতলীর এলাকা থেকে লাকীর স্বামী সাবিকুল মোল্লাকে আটক করেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। এঘটনায় অভিযুক্ত প্রধান আসামী গৃহবধুর স্বামীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তাং ২৬/১২/২০১৭ ইং
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)সংবাদদাতা