আজ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে গতকাল ২৭ অক্টোবর মঙ্গলবার ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ্জাহান ভুঁইয়া এ কর্মসূচির উদ্বোধন করেন। মুড়াপাড়া বাজার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ।
সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মাহিন ফরাজি, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান, কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসূল কলি, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আব্দুল আজিজ, আব্দুল মান্নান মুন্সি, তাবিবুল কাদির তমাল, ইঞ্জিনিয়ার হাফেজ খালেদ হাসান, এডভোকেট সাইফুর রহমান স্বপন, হায়দার আলী, রেজাউল করিম হারেজ, এজাজ আহমেদ, আবু জাবের বাবুল, রূপায়ণ কিন্ডারগার্টেনের পরিচালক আশরাফুজ্জামান ভুঁইয়া শাহীন, মুড়াপাড়া ইউপি সদস্য আলম হোসেন, নবী হোসেন, রেহেনা আক্তার, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হানিফ মোল্লা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া, যুগ্ম সম্পাদক রোবেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, অর্থ-বিষয়ক সম্পাদক ইমদাদুল হক দুলাল, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, সাংবাদিক কাউছার আহমেদ, মোঃ আলম হোসেন, রাশেদুল ইসলাম,রনি আহমেদ, সৈয়দ নাজমুল, এ আর ইব্রাহিম, ফাহিম, ইমন মিয়া, সাজিদ, মাহাবুবুর রহমান রনি, শরিফ হোসেন, প্রমুখ। পরে ফলদ গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ