আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণটিকা প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী সারা দেশের ন্যায় রূপগঞ্জের প্রত্যেকটা ইউনিয়ন এবং পৌরসভায় গণটিকা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৭আগস্ট) সকাল ৮টার দিকে এই কর্মসূচি শুরু হয়। গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণটিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন গোলাকান্দাইল ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাঈম ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ইসরাফিল হোসেন, ৬নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দিন,৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম রফিক, মহিলা মেম্বার ডলি এবং আওয়ামীলীগ নেতা মহসিন ভূঁইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ বাবু তপন কুমার ঘোষ। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে গণটিকাদান কর্মসূচির মাধ্যমে ছয় দিনে প্রায় ৩২লাখ মানুষকে টিকা দেওয়া হবে। এই কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন বয়স্ক ব্যক্তি, নারী ও শারীরিক প্রতিবন্ধীরাও।

স্পন্সরেড আর্টিকেলঃ