আজ মঙ্গলবার, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে এজেন্টদের সাথে পুলিশের আলোচনা

মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের সাথে লেনদেনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রূপগঞ্জ পুলিশের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ভুলতা ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে  ভুলতা পুলিশ ফাঁড়ি । রূপগঞ্জ থানার ওসি  মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার -গ’ সার্কেল মো. মাহিন ফরাজী।

সভায় বক্তরা অর্থ লেনদেনের ব্যাপারে সতর্কতার উপর গুরুত্বারোপ করে।

এ সময় ভুলতা ফাঁড়ির ইন্সেপেক্টর মো.শহিদুল আলমসহ রূপগঞ্জের মোবাইল ফিনান্সিয়াল এজেন্টদের প্রায় দুই শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।