আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইভটিজিং-বাল্যবিবাহ প্রতিরোধে সভা

রূপগঞ্জে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কাঞ্চন পৌরসভার সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে শিক্ষার্থীদের সচেতন করতে এ সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী। এসময় ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাইফুল ইসলাম, এসআই আবুল কালাম আজাদ, কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর, আশরাফউদ্দিন, জামাল সরকার, প্রভাষক আরমান উদ্দিন, মহিউদ্দিন, হালিম মিয়া, কামাল দেওয়ান, এফএনএফ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আওলাদ মাহবুব উপস্থিত ছিলেন।

সভায় সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজী  ইভটিজিং বাল্যবিবাহ  মাদক  জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনিদেশনা দিয়েছেন।

স্পন্সরেড আর্টিকেলঃ