সংবাদ বিজ্ঞপ্তি:
রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর এলাকায় অবস্থিত ১১টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ, র্যাব-১১, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম বেলা ১১ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। এসময় ১১টি ইটভাটা হতে ৫০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইটভাটাগুলোর মধ্যে রয়েছে মেসার্স এইচ ইউ বি ব্রিকস, মেসার্স জি এস বি ব্রিকস, মেসার্স শীতলক্ষা ব্রিকস-১, মেসার্স শীতলক্ষা ব্রিকস-২ , মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-১ , মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-২, মেসার্স আল্লাহর দান ব্রিক ফিল্ড, মেসার্স খৈসাইর ব্রিকস, মেসার্স এম বি এ ব্রিকস; মেসার্স এ এ বি ব্রিকস।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ইটভাটাগুলি হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ৫০ লক্ষ টাকা ধার্যপূর্বক আদায় করা হয়। ইটভাটাগুলির মধ্যে ৬টি ইটভাটা এসকাভেটর দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে দেয়া হয়। ইটভাটাগুলোর পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে ইটভাটাগুলির সকল কর্মকান্ড বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। উক্ত অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আব্দুল গফুর ও মোঃ হাবিবুর রহমান। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।মোবাইল কোর্টে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।