রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বরাব খালপার এলাকায় আগুন লেগেছে। সোমবার রাত ১০টার দিকে ইউনিফর টেক্সটাইলের সামনে আনোয়ার হোসেনের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডেমরা ও কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেছে । জানা গেছে আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। তবে আগুনের সুত্রপাত জানা যায় নি।