আজ রবিবার, ২৪শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় কাউন্সিল হচ্ছে: আলিম উদ্দিন

দীর্ঘ ২২ বছর পর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অত্যন্ত উৎসাহ উদ্দীপনায় হচ্ছে বলে জানিয়েছেন  মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন। তিনি বলেন, প্রত্যেক্ষ ভোটের মাধ্যমে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করা হচ্ছে। ৩১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে ভোটার করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিম উদ্দিন সংবাদচর্চা কে এসব কথা বলেন।

যে ৩১ জন ভোটার হয়েছেন তারা হলেন: রফিক মিয়া, হাজী আলিম উদ্দিন মিয়া ,তোফায়েল আহমেদ আলমাছ,বরকত উল্লাহ মিয়া, আজমত আলী মিয়া,মনির হোসেন মিয়া ,মুকুল হোসেন ভূইয়া, মোহাম্মদ ফাইজউদ্দিন মিয়া, ফজুল মিয়া,বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়া, হাজী মানিক মিয়া, জব্বার মিয়া, গোলাম মোহাম্মদ ভূইয়া, হাজী নুর মোল্লা, মো: নবী হোসেন, ইদ্রিস আলী, শহিদুল্লাহ মিয়া, মোরশেদ ভূইয়া, সাইদুল মিয়া,দেওয়ান গোলজার হোসেন, জজ মিয়া, বাসির উদ্দিন ,আজহার হোসেন ,কাশেম মুন্সি,দবির উদ্দিন মিয়া,আওলাদ হোসেন ভূইয়া, সিরাজ মিয়া, শহিদুল্লাহ সরকার,হারেজ মিয়া, আবুল হোসেন, জলিল মিয়া।

প্রসঙ্গত আজ সকাল ১০টায় মুড়াপাড়া বাজারে আওয়ামী লীগের পার্টি অফিসে সম্মেলন শুরু হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে রয়েছে নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সম্মেলনের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, অনুষ্ঠান সঞ্চালনা রয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূইয়া।