আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাহুল গান্ধীর শোকপ্রকাশ

অনলাইন রিপোর্ট:

২০২০ সালে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে বলিউড৷ গতকাল বুধবার (২৯ এপ্রিল) ইরফান খানের পর চলে গেলেন ভারতীয় সিনেমা জগতের অন্যতম বরেণ্য অভিনেতা ঋষি কাপুর। মুম্বাইয়ের একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

শ্বাসকষ্ট নিয়ে গতকাল বুধবারই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ঋষি কাপুর। সংবাদমাধ্যমকে ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কপূর তার প্রয়াণের খবর জানান। দীর্ঘদিন ধরেই ক্যানসারে ভুগছিলেন ঋষি কাপুর। বিদেশে এক টানা চিকিৎসার পর গত বছর দেশে ফেরেন তিনি। কিন্তু মাঝেমধ্যেই সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

এদিকে, ঋষি কাপুরের মৃত্যুতে ট্যুইটারে শোকপ্রকাশ করেছেন রাহুল গান্ধি ৷ তিনি লেখেন, ভারতীয় সিনেমার জন্য অত্যন্ত খারাপ সপ্তাহ ৷ আরও একজন কিংবদন্তিকে হারালাম আমরা ৷ দারুণ একজন অভিনেতা ৷ তার ভক্তের সংখ্যা অসংখ্য ৷ ঋষির পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই ৷

স্পন্সরেড আর্টিকেলঃ