আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাস্তায় পুলিশের জরিমানা জানাবে গুগল ম্যাপ

অনলাইন রিপোর্ট

দ্রুত গতিতে রাস্তায় গাড়ি চালাচ্ছেন আর অন্য দিকে খেয়াল নেই। হঠাৎ রাস্তায় গাড়ি থামাচ্ছে পুলিশ করছে জরিমানা। জরিমানার ঝামেলা থেকে বাঁচতে আগেই জেনে নিন রাস্তার কোথায় পুলিশ গাড়ি থামিয়ে জরিমানা করছে তা গুগল ম্যাপ থেকেই জানা যাবে। ফলে আগে থেকেই আপনি সতর্ক হতে পারবেন।তাই সুরক্ষিত হবে ড্রাইভিং আর জরিমানা থেকে রক্ষা পাবেন আপনি।

জানুয়ারিতে গুগল ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, ব্রাজিল, মেক্সিকো, কানাডা, ভারত ও ইন্দোনেশিয়ার ম্যাপে স্পিড ক্যামেরা দেখানোর কথা জানিয়েছিল।

এখন গুগল ম্যাপ ব্যবহার করে আরো সুবিধা পাওয়া যাচ্ছে। আগেই গাড়ির সম্ভাব্য ভাড়া জানা যাবে।আপনি ইচ্ছামত যেখানেই যেতে চান সেই জায়গাটি গুগল ম্যাপসে সার্চ করে নেভিগেশান অপশনে পাবলিক ট্রান্সপোর্ট সিলেক্ট করলেই নিচে সম্ভাব্য অটোর ভাড়া দেখাবে গুগল ম্যাপ।

আরেকটি সুখবর হচ্ছে ইতিমধ্যে ভৌগোলিক তথ্য পাওয়া যাচ্ছে গুগল ম্যাপে।তাই হেঁটে বা সাইকেল চালিয়ে নেভিগেশনের জন্য এলিভেশনের তথ্য পাওয়া যাবে।

স্পন্সরেড আর্টিকেলঃ