আজ শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাবিতে ড. এ আর মল্লিক লেকচার হল উদ্বোধন

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের প্রথম বিভাগীয় প্রধান ড. এ আর মল্লিক স্মরণে ‘ড. এ আর মল্লিক লেকচার হল’ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ইতিহাস বিভাগে অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এ হল উদ্বোধন করেন।

বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম সারোয়ারের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এ সময় বিভাগের অধ্যাপক এম শমশের আলী, কলা অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফজলুল হক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. ফখরুল ইসলাম বক্তব্য দেন। অনুষ্ঠানে ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক মর্ত্তুজা খালেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ড. এ আর মল্লিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তৎকালীন জিন্নাহ হলের (বর্তমান শের-ই-বাংলা ফজলুল হক হল) প্রথম প্রাধ্যক্ষ ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রভাষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রকল্প পরিচালক ও প্রথম উপাচার্য, মুক্তিযুদ্ধকালে প্রবাসী বাংলাদেশ সরকারের দূত, স্বাধীন বাংলাদেশের প্রথম শিক্ষা সচিব, দিল্লীতে বাংলাদেশের হাইকমিশনার, অর্থমন্ত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ইমেরিটাস ছিলেন। তিনি বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ