আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতে ভোট কারচুপি হয় আমরাও করাইছি :জাপা মহাসচিব

নিজস্ব প্রতিবেদক:

ভোটের আগের রাতে ব্যালট পাঠালে কারচুপি হয়। হয় মানে কি, আমরাই করাইছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

এ কারণে ভোটের দিন সকালে ব্যালট পাঠানোর দাবি জানিয়ে জাপা মহাসচিব বলেন, রাতে কিন্তু কাজটা (ভোট দেওয়া) হয়। হয় মানে কি, আমরাই করাইছি, কী বলব এটা হয়।

রবিবার ৩১ জুলাই সকালে নির্বাচন কমিশন ভবনের সম্মেলনকক্ষে ইসির সঙ্গে সংলাপে এসব কথা বলেন জাপা মহাসচিব।

এদিন জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপদ্ধতি ঠিক করতে গত ১৭ জুলাই থেকে সংলাপ শুরু করে ইসি। এ পর্যন্ত ২৭টি দল ইসির ডাকে সাড়া দিয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ