আজ শনিবার, ২২শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

রাতেও থেমে নেই আনছার আলী

সংবাদচর্চা রিপোর্ট:

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের বাড়িতে বাড়িতে রা‌তের অন্ধকা‌রে গিয়ে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ আনছার আলী। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের নির্দেশনায়  ২৩ তম দি‌নের মত সোমবার রা‌তে তার নিজস্ব তহবিল থেকে রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হারারবা‌ড়ি, ইছাপু‌রা, মধুখালী, হা‌রিন্দা, সু‌রিয়াব, জাঙ্গীর, রূপগঞ্জ গ্রামসহ বিভিন্ন এলাকার ৪শ’ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল, চাল, ডাল, তেল, আলু ও হাত ধোয়ার সাবান। এ সময় রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক মো: মোহন মিয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সহসভাপ‌তি আব্দুল ম‌তিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউ‌নিয়ন যুবলী‌গের সাংগঠনিক সম্পাদক আল আমিন লিটন, আওয়ামীলীগ নেতা নবী হো‌সেন ও মুরাদ হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছিলেন।

রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আনছার আলী ব‌লেন, “করোনা ভাইরা‌সের কারনে কর্মহীন কিন্তু লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে অনিচ্ছুক এমন মানুষ এবং যারা কোথায়ও থেকে সাহায্য না পেয়ে খাদ্যকষ্টে আছেন এমন পরিবার গুলোকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তার নির্দেশনা অনুযায়ীই রা‌তের অন্ধকা‌রে বা‌ড়ি‌তে বা‌ড়ি‌তে গি‌য়ে খাদ্য সামগ্রী বিতরন কর‌ছি এবং এটা অব্যাহত থাকবে।

স্পন্সরেড আর্টিকেলঃ