আজ বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজধানীতে পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে পৃথক

রাজধানীতে পৃথক

সংবাদচর্চা রির্পোট

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবর ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে ৩৫ (পয়ত্রিশ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে করেছে র‌্যাব-২।

বাংলাদেশ আমার অহংকার এই শ্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদকদ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজস্ব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার বোধকল্পে মাদক বিরোধী অভিযানে র‌্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। দেশের যুব সমাজ তথা নতুন প্রজন্ম’কে মাদকের নীল দংশন হতে পরিত্রান এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধকল্পে মাদক বিরোধী অভিযানে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও কঠোর অবস্থান নিয়ে আসছে এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক র‌্যাব এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করার পর র‌্যাব পূর্বের তুলনায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে।

চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় গত ০৯/০৬/২০১৮খ্রিঃ তারিখ ১৬.২৫ ঘটিকা হতে ১০/০৬/২০১৮ খ্রিঃ তারিখ ০০.৩৫ ঘটিকা পর্যন্ত র‌্যাব-২ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, আদাবর ও শেরেবাংলা নগর থানা এলাকার পৃথক পৃথক মাদক স্পটে মাদক ব্যবসায়ীরা নিত্য-নতুন কৌশলে নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাবলেট (ইয়াবা), গাজা, হেরোইন ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২এর পৃথক পৃথক আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টা কালে নি¤œলিখিত আসামীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায় তারা আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষ্যে বাড়তি আয়ের লোভে নিজেদেরকে মাদক ব্যবসায় জড়িয়েছে। দেশব্যাপী মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালিত হওয়া সত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে তারা রাজধানীর বিভিন্ন স্থান হতে পরিচিত ক্রেতার কাছ থেকে কয়েক ঘন্টা পূর্বে অর্ডার নিয়ে সুবিধাজনক স্থানে ইয়াবা,গাঁজা, হেরোইন চড়া দামে বিক্রয় ও সরবরাহ করত। ধৃত আসামীদের’কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

৪। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

৫। আসামীর নাম ও ঠিকানাঃ
১। সুরমা বেগম (২৫), পিতা- মোঃ আলমগীর হোসেন, সাং-মুক্তিরগান্দি, থানা- চাঁদপুর সদর, জেলা- চাঁদপুর বর্তমানে নবীনগর হাউজিংস্থ রোড নং-০৫, প্রধান সড়ক, ডাঃ মাহাবুবুর রহমান এর বাসার ভাড়াটিয়া, থানা-মোহাম্মাদপুর, ডিএমপি, ঢাকা।
২। মোঃ আনোয়ার হোসেন(২৬), পিতাঃ মৃত আব্দুল সাত্তার, সাং- দাসপাড়া, থানা- নান্দাইল, জেলা- ময়মনসিংহ, এ/পি- (বাদলের গ্যারেজ), রোড নং-০৬, শেখের টেক, আদাবর, ডিএমপি, ঢাকা।
৩। মোঃ শফিক (২৯), পিতাঃ মৃত আব্দুস সোবহান শেখ, সাং- চিনগরি, থানা- চিতলমারি, জেলা- বাগেরহাট, এ/পি- আলীর রিক্সার গ্যারেজ, রোড নং-০৬, নবীনগর হাউজিং, থানাঃ মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
৪। আল আমিন (৪৩), পিতাঃ মফিজ মিয়া, সাং- খইলাপুরি, থানাঃ করিমগঞ্জ, জেলাঃ কিশোরগঞ্জ, এ/পি-বাসা নং-৬৫/৫, রোড নং-০৬, শেখের টেক, আদাবর, ডিএমপি, ঢাকা।
৫। মোঃ বাকের (২২), পিতাঃ মোঃ আলাউদ্দিন ভূইয়া, সাং- বনাটি, গাঙ্গাল পাড়া, থানাঃ নান্দাইল, জেলাঃ ময়মনসিংহ, এ/পি- নবোদয় হাউজিং লিমিটেড, আনসার গলি, সহিদ ম্যানেজারের বাসার ভাড়াটিয়া, মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
৬। মোঃ আল আমিন (২৩), পিতাঃ মোঃ শরিফ খন্দকার, সাং-সুনিবিড় হাউজিং সোসাইটি, বাসা নং-২/৩, রোড নং-০২, লতিফ মাঝির বাসার ভাড়াটিয়া, থানাঃ আদাবর, ডিএমপি, ঢাকা।
৭। মোঃ সালাহ্ উদ্দিন (২৫), পিতাঃ মোঃ আব্দুল গণি, সাং-লেছসখিনা, থানাঃ লালমোহন, জেলাঃ ভোলা, এ/পি- চাঁদ উদ্যান, রোড নং-৬, পুলিশ ফাড়ির পিছনে, মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
৮। মোঃ জাফর (২৩), পিতাঃ মৃত তোফাজ্জল হোসেন, সাং- চরটিট্টা, থানাঃ বোরহানউদ্দিন, জেলাঃ ভোলা, এ/পি- কালাম মিয়ার বাসার ভাড়াটিয়া, সুনিবিড় হাউজিং সোসাইটি, সুইচ গেইট, থানাঃ আদাবর, ডিএমপি, ঢাকা।
৯। আলমগীর (২৪), পিতাঃ মোঃ লোকমান ভূইয়া, সাং- সাতমোড়া, থানাঃ নবীনগর, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া, এ/পি- দেলোয়ার সাহেবের বাসার ভাড়াটিয়া, রোড নং-০৩, সুনিবিড় হাউজিং সোসাইটি, সুইট গেইট, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা।
১০। গোলাপ মিয়া (৪৫), পিতা- মৃত মনু মিয়া, সাং- মধ্যনগর, থানা- রায়পুর, জেলা- লক্ষীপুর, বর্তমান সাং- পলিটেকনিক ইন্সিটিউট খেলার মাঠ ঘর, থানা- তেজগাঁও শিল্পাঞ্চল, ডিএমপি, ঢাকা।
১১। মোঃ মানিক (৩০), পিতা-মৃত জাকির মিয়া, সাং-চন্ডিগ্রাম, পোঃ- ঐ, থানা-সরাইল, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, বর্তমান- তেজগাঁও রেল ষ্টেশন রোড, থানা-তেজগাঁও, ডিএমপি, ঢাকা।
১২। বড় বাবু (২৭), পিতা- মৃত সেলিম, সাং- ভাসমান (অজ্ঞাত), টাউন হল, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
১৩। প্রান্তিক করিম (২০), পিতা-প্রতীক করিম, সাং- বাসা নং-২/৫, ব্লক-জি (গ্রাউন্ড ফ্লোর), লালমাটিয়া, থানা- মোহাম্মদপুর, ডিএমপি, ঢাকা।
১৪। মোঃ মাসুদ রানা (৩৯), পিতা-মৃত- শফিকুল রহমান, সাং- বৃষ্টিপুর, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা বর্তমান তালতলা মোল্লাপাড়া,(নাসিরে বাড়ির ভাড়াটিয়া) শেরেবাংলানগর, ডিএমপি, ঢাকা।
১৫। মোঃ রনি (৩০), পিতা- আসাদ আলী, সাং- দক্ষীন রানীগাঁও, থানা- রানীতাবাড়ী, জেলা- শেরপুর, বর্তমান শেরেবাংলানগর, পানির ট্রাংকি(কবিরের রিক্সার গ্যারেজ) থানা- শেরেবাংলানগর, ডিএমপি, ঢাকা।
১৬। মোঃ আব্দুল কাদের (৩০), পিতা- আব্দুল মান্নাফ, সাং- উত্তর মহদ্দা, থানা- কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ, বর্তমান শাপলা স্বরণী (সুমনের বাড়ীর ভাড়াটিয়া) শেওরাপাড়া, থানা- মিরপুর, ডিএমপি, ঢাকা।
১৭। মোঃ হান্নান (৩২), পিতা- আব্দুল ওয়াহেদ, সাং- কাশিপুর, থানা- দৌলতপুর, জেলা- খুলনা, বর্তমান শাপলা স্বরণী (সুমনের বাড়ীর ভাড়াটিয়া) শেওরাপাড়া, থানা- মিরপুর, ডিএমপি, ঢাকা।
১৮। মোঃ সালাম মিয়া (৩৫), পিতা- মোঃ হাসান ফকির, সাং- রুবেল মিয়ার কলোনী, সালাম সর্দার রোড, বৌ বাজার সনাতনগড় বালুর মাঠ, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।

১৯। মোঃ খলিল মিয়া (৩২), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং- দেবীপুর, থানা- সুধারাম, জেলা- নোয়াখালী, বর্তমান সাং- রুবেল মিয়ার কলোনী, সালাম সর্দার রোড, বৌ বাজার সনাতনগড় বালুর মাঠ, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
২০। মোঃ সোহাগ (২৮), পিতা- মোঃ হারুনুর রশিদ, সাং- ছোটকুল, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর, বর্তমান সাং- রুবেল মিয়ার কলোনী, সালাম সর্দার রোড, বৌবাজার সনাতনগড় বালুর মাঠ, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
২১। মোঃ রফিক ঢালি (২৫), পিতা- মৃত মুসলিম ঢালি, সাং- পুন্ডিশাহ, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, বর্তমান সাং- সেলিম সাহেবের বাড়ী, ঝাউচর মডেল টাউন, থানা- হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
২২। মোঃ সবুজ (২৫), পিতা- মনতাজ ব্যাপারী, সাং- কাজিরাবাদ, থানা- লালমোহান, জেলা- ভোলা, বর্তমানে রোড নং-০৫, ঢাকা উদ্যান, থানা- মোহা¤মদপুর, ডিএমপি, ঢাকা।
২৩। নুর নবী (৩০), পিতা- মোঃ শাহ জামাল, সাং- ভাটপিয়ারি, থানা- সদর, জেলা- সিরাজগঞ্জ, বর্তমানে রোড নং-১০, হোসেন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা।
২৪। মোঃ শহিদুল (৩৫), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- গুলশাখালী, থানা- আমতলী, জেলা- বরগুনা, বর্তমানে রোড নং-১০, বালুর মাঠ সংলগ্ন, থানা- আদাবর, ডিএমপি, ঢাকা।
২৫। আদনান হৃদয়(৩৪), পিতা- আব্দুল বাতেন, বাড়ী নং-৪২, বছিলা, থানা- মোহা¤মদপুর, ডিএমপি, ঢাকা।
২৬। মোঃ মান্নান (৩৫), পিতা- মোঃ দেলোয়ার হোসেন, সাং-শাচরা, থানা- বোরহান উদ্দিন, জেলা- ভোলা, বর্তমানে চাঁদ উদ্যান রহমান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া, থানা- মোহা¤মদপুর, ডিএমপি, ঢাকা।
২৭। তানজিল ইসলাম তমাল(৩২), পিতাঃ খলিলুর রহমান, গ্রামঃ উদয়কাঠি, থানাঃ সদর, জেলাঃ পিরোজপুর, এ/পি- আর্দশনগর, রোড নং-০৪, পুরান বাড্ডা ডিএমপি, ঢাকা।
২৮। মোঃ জামাল(২৬), পিতাঃ আব্দুল করিম, সাং-স্বপনের বস্তি, সুলতানগঞ্জ, হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
২৯। আলী হোসেন(২৮), পিতাঃ মৃত দুখু মিয়া, সাং-বড় বেরাঈত, থানাঃ বাড্ডা, ডিএমপি, ঢাকা, এ/পি- রায়ের বাজার, বাবুলের বাসার ভাড়াটিয়া, সুলতানগঞ্জ, হাজারীবাগ, ডিএমপি, ঢাকা।
৩০। মোঃ ইলিয়াস(২২), পিতাঃ মৃত ফজলু হাওলাদার, মাতাঃ বিউটি বেগম, সাং-কায়েরগেরা, থানাঃ বেতাগী, জেলাঃ বরগুনা, এ/পি- আজগর ভূইয়ার বাসার ভাড়াটিয়া, রোড নং-০৪, সুনিবিড় হাউজিং সোসাইটি, সুইচ গেইট, থানাঃ আদাবর, ডিএমপি, ঢাকা।
৩১। তোফায়েল আহম্মেদ (২৩), পিতা-আবুল মিয়া, সাং-দক্ষিণ বিরুবা, থানা ও জেলা-নেত্রকোনা, এ/পি- তালতলা (হাসান চেয়ারম্যানের বাড়ির ভাড়াটিয়া), শেরেবাংলানগর, ডিএমপি, ঢাকা।
৩২। আবুল কালাম (৩৫), পিতা-মোঃ ইশ্রাফিল, সাং-ফুলবাড়িয়া, থানা-কটিয়াদি, জেলা- কিশোরগঞ্জ এ/পি- বাসা নং-২০৭/খ, তালতলা (দুখু মিয়ার বাড়ী), শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।
৩৩। মোঃ আমিনুল হক (২৫), পিতা- শাহিদুল হক, সাং-পশ্চিমশিং, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা এ/পি-বাসা নং-২০১/২ শেওড়াপাড়া, মিরপুর, ডিএমপি, ঢাকা।
৩৪। সাজ্জাদুল ইসলাম (২৫), পিতা-মুকতুল হোসেন, বাসা নং-২৪৩/১ তালতলা, শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।
৩৫। রিফাত হোসেন (১৯), পিতা-দুলাল মিয়া, সাং-বরইকান্দি, থানা-ফুলপুড়, জেলা-ময়মনসিংহ, এ/পি-বাসা নং-১৭৬/৮ তালতলা (বিল্লাল এর বাড়ির ভাড়াটিয়া), শেরেবাংলা নগর, ডিএমপি, ঢাকা।

স্পন্সরেড আর্টিকেলঃ