জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মশিউর রহমান রাঙ্গার বিরুদ্ধে সাতক্ষীরার আদালতে মামলা দাখিল করা হয়েছে। শহীদ নূর হোসেন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম বাদী হয়ে আমলী আদালত-১ এ মামলা দাখিল করেন।
এম শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মশিউর রহমান রাঙ্গা একজন সংসদ সদস্য আর এ কারণেই বিজ্ঞ বিচারক আইন-কানুন ভাল করে দেখার পর মামলাটির পরবর্তী কার্যক্রমের জন্য আদেশ প্রদান করবেন।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর জাতীয় পার্টির গণতন্ত্র দিবসের (শহীদ নূর হোসেন দিবস) আয়োজনে নব্বইয়ের গণআন্দোলনে শহীদ নূর হোসেনকে ‘মাদকাসক্ত’ আখ্যা দেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। এ নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। পরে জাতীয় সংসদে জাতির কাছে ক্ষমা ক্ষমা চান তিনি।