আজ শুক্রবার, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পরিত্যক্ত ডোবা থেকে পুলিশের চুরি হওয়া রাইফেল উদ্ধার

রাইফেল উদ্ধার

রাইফেল উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা পুলিশের চুরি হয়ে যাওয়া একটি থ্রি নট রাইফেল পরিত্যক্ত একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে এঘটনায় কাউকে আটক বা দোষীদের সনাক্ত করতে পারেনি পুলিশ।
সোমবার (১৪ মে) দাপা ইদ্রাকপুর এলাকার মৃত আলমাছ হাজীর বাড়ি সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে ফতুল্লা মডেল থানা পুলিশের চুরি হয়ে যাওয়া থ্রি নট রাইফেল অস্ত্রটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশের সদস্যরা। স্থানীয়দের সহযোগীতার জন্য ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুত্রে জানা যায়, আজ ১৪ ই মে (রবিবার দিনগত) মধ্যরাত আনুমানিক ৪ টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশের এ এস আই সুমন পাল ও তার ২ জন সঙ্গীয় কনস্টেবল দাপা ইদ্রাকপুর এলাকার বালুর মাঠে দায়িত্ব পালনরত অবস্থায় ছিল। এ সময় তাদের মধ্যে একজন কনস্টেবল তন্দ্রাছন্ন অবস্থায় থাকাকালীন কে বা কাহারা তার নিকট থাকা থ্রি নট রাইফেল অস্ত্রটি চুরি করে নিয়ে যায় ।
পরবর্তীতে ফতুল্লা মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ ও ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শাহ মঞ্জুর কাদের পিপিএমের নেতৃত্বে ও দাপা ইদ্রাকপুর এলাকার স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সকাল সাড়ে দশটায় চুরি যাওয়া অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শন করতে এসে জেলা পুলিশ সুপার মইনুল হক বিপিএম পিপিএম উদ্ধারকারী স্থানীয় সেচ্ছাসেবী যুবকদের নগদ ৫০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন ।
উদ্ধার চলাকালীন অভিযানে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানা পুলিশের তদন্ত ইন্সপেক্টর শাহজালাল, অপারেশন ইন্সপেক্টর মজিবুর রহমান, আইসিপি ইন্সপেক্টর গোলাম মোস্তফা, হাজিগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সহিদ, সিভিল টিমের এসআই এনামুল কাজি, এসআই শাফিউল, এসআই কামরুল, এসআই তুষার কান্তি, এএসআই তারেক, এএসআই তাজুল ইসলাম প্রমুখ।
ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের পিপিএম জানান, ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। সুষ্ঠ তদন্তপূর্বক দোষীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।