আজ মঙ্গলবার, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রহস্য উদঘাটনের জন্য আবারো রিমান্ডে রনি

রহস্য উদঘাটনের জন্য

রহস্য উদঘাটনের জন্য নিজস্ব প্রতিবেদক,

আবারো রিমান্ডে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। রবিবার (৭ অক্টোবর) সকালে ফতুল্লা মডেল থানা কৃর্তক দায়ের করা মামলায় ৭দিনের রিমান্ড আবেদন করে রনিকে আদালতে পাঠানো হলে নারায়ণগঞ্জের ম্যাজিষ্ট্রেট আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদুল মহসীন শুনানী শেষে ৩দিনের রিমান্ড মঞ্জুর করে।

প্রসঙ্গত, গত মাসের ১৫ সেপ্টেম্বর নিখোজ হন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি। ২ দিন পরে ১৭ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকা থেকে ৩ রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল সহ আটক করা করে পুলিশ। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেওয়া হয় রনিকে। তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় তার কাছে একটি পাইপ গান আছে বলে জানিয়ে আবারও ২ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে।

রনির দেওয়া তথ্য অনুযায়ী ২০ সেপ্টেম্বর ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ অরিয়ন গ্রুপের বালুর মাঠ থেকে একটি দেশিয় পাইপ গান উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তাকে ডিবির কাছে হস্তান্তর করে পুলিশ। তৃতীয় দফায় তাকে ক্রমাগতভাবে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

এ বিষয়ে কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ জানান, অনেক রহস্য জড়িয়ে আছে আসামীদের মধ্যে। তারা বিশেষ ক্ষমতাশীল আইন মামলার সাথে জড়িত। প্রকৃতপক্ষে মূল রহস্য উদঘাটনের জন্যই তাকে সহ তার সাথীদের আবারো রিমান্ডে পাঠানো হয়েছে।