আজ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

‘রমজানে যারা ভেজাল করে ওরা অমানুষ’

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, রমজান সংযমের শিক্ষা দেয়। আমাদের সেই শিক্ষা নিতে হবে। প্রত্যেককে রমজানের পবিত্রতা রক্ষা করে চলতে হবে। অযথা পণ্যের দাম বাড়ানো যাবে না। রমজান মাসে যারা পণ্যে ভেজাল করে ওরা অমানুষ। অসাধু ব্যবসায়ীদেরকে আল্লাহ পছন্দ করেন না। তারা কঠোর শাস্তি পাবে।
তিনি বলেন, দুঃখী মানুষের পাশে আমরা সবাই দাঁড়াব। রমজানে যারা পণ্যে ভেজাল দেয় ওরা মুসলিম নামের কলঙ্ক। ওদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার রমজান উপলক্ষে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দ অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। রোজাদার ব্যক্তিরা কষ্ট পাক আমরা তা চাই না। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
শনিবার (৯ এপ্রিল ) কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে উন্নত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বহি:বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। রূপগঞ্জের প্রত্যেকটা সেক্টরে উন্নয়ন করেছি। জনগণ তার সুফল ভোগ করছে। জননেত্রী শেখ হাসিনা পূর্বাচলে উন্নয়ন করেছেন। আদিবাসীদের উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ভেনু নির্মাণ করে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। রূপগঞ্জবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
এসময় রূপগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সমন্বয়কারী ওবায়দুল মজিদ জুয়েল মাষ্টার, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ইঞ্জিঃ শেখ সাইফুল ইসলাম, তাবিবুল কাদির তমাল, দ্বীন মোহাম্মদ দিলু, মোঃ আনছর আলী, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মুশফিকুর রহমান রিপন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল্লাহ আল-মামুন দোলন, জিন্নাত আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, মনিরুজ্জামান ভুঁইয়া, আলহাজ্ব মোঃ মানিক আলী, মোঃ আব্দুল রউফ, মোঃ মনির হোসেন মোল্লা, মোঃ আওলাদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লাকি আক্তার উপস্থিত ছিলেন। পরে দোয়া শেষে সকলের মাঝে ইফতার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

স্পন্সরেড আর্টিকেলঃ