আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রপ্তানী হতে যাচ্ছে কারাবন্দিদের তৈরি করা পোষাক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: রপ্তানী হতে যাচ্ছে নারায়ণগঞ্জের কারাগারে বন্দিদের তৈরি করা পোষাক। শুধু তাই নয়, কারাবন্দিদের হাতে তৈরি এসব পোষাক দেশের নামকরা বিক্রিয়প্রতিষ্ঠান আড়ং-ও বিক্রি করবে। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো: রাব্বী মিয়া এক সভায় এসব তথ্য জানান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক ওই সভায় জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে কারাবন্দিদের পোষাক বিক্রির জন্য আড়ং এর সাথে চুক্তিও হতে যাচ্ছে। সভায় তিনি জানান, কারাবন্দিদের উর্পাজনের লক্ষ্যেই কারাগারে মিনি গার্মেন্ট স্থাপন করা হচ্ছে। সাজাপ্রাপ্ত আসামীরা যেনো সাজা শেষে অর্থ নিয়ে বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। তিনি কারাবন্দিদের প্রশিক্ষনের জন্য বিকেএমইএ কাছে সহযোগিতা কামনা করেন এবং সহযোগিতা প্রদানের আশ্বাস দেন বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমান।
সভায় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী, সিভিল সার্জন ডা. এহসানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফারুক হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) জিএম ফারুক, প্রফেসর শিরিন বেগম, আঞ্জুমান আরা আকসির, রোকসানা খবির প্রমুখ।

স্পন্সরেড আর্টিকেলঃ