আজ শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

যানজট নিরশনে মোবাইল কোর্ট পরিচালনা, ১৪ মামলা ২১,৪০০ জরিমানা ও ২ জনকে জেল।

যানজট নিরশনে

যানজট নিরশনেনিজস্ব প্রতিবেদক: সোমবার দুপুরে শহরের যানজট নিরশনে সিটি করর্পোরেশন ও জেলা মেজিট্রেট এর যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় কয়েকটি লাইসেন্স ও ফিটনেছ বিহীন বাস, প্রাইভেট কার ও লেগুনার জরিমানা করা হয় এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ চালককে জেল দেয়া হয়। ২ টি টিমে এ অভিযান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে।

এক্সিকিউটিব মেজিট্রেট মোঃ জাহাঙ্গির আলম মোট ৭ টি মামলা করেন। এর মধ্যে ৬ টি মামলায় ১০,২০০/= টাকা জরিমানা করেন ও একজনকে ২ মাসের জেল প্রদান করেন।

অপর এক্সিকিউটিব মেজিট্রেট মোঃ রিফাত ফেরদৌছ ৭টি মামলা করেন। ৬টি মামলায় ১১,২০০/= টাকা জরিমানা করেন ও একজনকে ৩ মাসের জেল প্রদান করেন।

উল্লেক্ষ্য রবিবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসকরে র্কাযালয়রে সম্মলেন কক্ষে নাসিক আওতাধীন বঙ্গবন্ধু সড়কস্থ নিতাইগঞ্জ, মন্ডলপাড়া, চাষাঢ়াসহ তৎসংশ্লিষ্ট এলাকার যানজট নিরসনের লক্ষ্যে আয়োজিত মত বনিমিয় সভা হয় । উক্ত সভায় যানজট নিরশনের জন্য অবৈধ পাকিং ও ফিটনেছ বিহীন গাড়ীর বিরুদ্ধে নিয়মিত অভিযান করার সিদ্ধান্ত হয়।

অভিযানের সময়টুকু পার্কিং মূক্ত ফাকা রাস্তা থাকায় যানজট ছিলনা । এতে সাময়িক প্রশান্তি পায় চলাচলের নাগরিক। কিন্তুু অভিযান শেষ হওয়ার পরপরই পূনরায় অবৈধ পার্কিং করতে দেখা যায়। শহরের চাষাড়াস্থ হকার্স মার্কেটের সামনে নিয়মিতই লেগুনা / দূরন্ত গাড়িগুলো অবৈধ পার্কিং করে।

 

স্পন্সরেড আর্টিকেলঃ