আজ শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দ্বিতীয় দিনের মত ভয়াবহ যানজটে বিপর্যস্ত না’গঞ্জ

যানজটে বিপর্যস্ত

 

যানজটে বিপর্যস্ত
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় দিনের মত অব্যাহত যানজটে বিপর্যস্ত নারায়ণগঞ্জবাসী। টানা দুই দিন ধরে নগরীর মুল সড়ক বঙ্গবন্ধু সড়ক যানজটের কবলে আটকা পরে আছে। পুলিশ বলছে, সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ ও রোডস এন্ড হাইওয়ের সড়ক সংস্কারের কারণে শহড়জুড়ে তীব্র যানজট দেখা দিয়েছে।
তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে নগরবাসীর নাভিশ্বাস উঠেছে। এক প্রকার ভেঙে পরেছে ট্রাফিক ব্যবস্থা। ট্রাফিক পুলিশের দাবি, লোকবল সঙ্কট এবং সড়ক সংস্কারের কারণে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না।
গত দুই ধরে, নারায়নগঞ্জের মূল সড়কগুলোতে তীব্র যানজট দেখা যাচ্ছে। তার পাশাপাশি অন্যান্য সড়কগুলোতে দেখা যাচ্ছে। যানজটের কারনে নারায়নগঞ্জবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
সোমবার (১৬ এপ্রিল) সরেজমিনে দেখা গেল সকাল থেকে ২নং রেলগেইট থেকে শুরু করে চাষাড়া লিংক রোড পর্যন্ত তীব্র যানজট। আর যানজট তীব্র হওয়ার কারনে ট্রাফিক পুলিশ ও নিয়ন্ত্রনে আনতে পারছে না। দেখা যায় চাষাড়া গোল চত্ত্বরসহ আশেপাশের রাস্তাগুলো যানজটের তীব্র আকার ধারন করেছে। আবার এই যানজটের মধ্যেও দেখা যাচ্ছে অবৈধ পাকিং। বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরেও অবৈধ পার্কিং উচ্ছেদ হচ্ছে না এখনো। সুধীজন পাঠাগার থেকে পপুলারের সামনে ছয় থেকে সাতটা গাড়ি পাকিং করে রেখেছে আবার দুইটা এম্বুলেন্স ও আছে। স্বান্তনা মার্কেটের সামনে কতগুলো গাড়ি পাকির্ং করে রেখেছে। সকাল থেকে এই যানজট চলে সারাদিন লাগিয়ে।
চাকরিজীবি পলক বলেন, গতকাল ও এই যাটজটের জন্য অফিসে যেতে পারিনি শিবুমার্কেট যেতে যেতে আমার অফিস যাওয়ার টাইম শেষ হয়ে গিয়েছে। আজকেও একঘন্টা যাবত জ্যামে বসে আসি রিকশা আগায় না তাই রিকশা থেকে নেমে বন্ধন কাউন্টারের সামনে এস দেখি গাড়িও আগায় না। তিনি বলেন, এভাবে যদি যানজট লেগে থাকে তাহলে আর চাকরি থাকবে না। তিনি আরও বলেন আমি ঢাকা গিয়ে চাকরি করি। আমার অফিস টাইম সকাল ৯টায় কিন্তু সকাল ৭ টা বাজে বাসা থেকে বেড় হয়ে এখন বাজে ১০টা এখনো জ্যামে বসে আছি।
দনিয়া কলেজের ছাত্র গৌরব বলেন, প্রতিদিন যদি এমন যানজট থাকে তাহলে আর কলেজ যেতে হবে না। আর এখন কলেজ না গেলে প্রতিদিন ১০ টাকা করে ফাইন গুনতে হয়। যানজটের কারনে ভোগান্তিতে পরতে হচ্ছে আমাদের। সঠিক সময়ে কলেজেও যেতে পারছি না। যানজট এখন নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে।
এবিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর শরফুদ্দিন বলেন, সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণ ও রোডস এন্ড হাইওয়ের রাস্তা সংস্কারের কারণে যানজট হচ্ছে। অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা বলেন, নিয়মিত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চলছে।
তিনি আরও জানান, ট্রাফিক পুলিশে লোকবল সঙ্কট রয়েছে। তবে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রনে শৃঙ্খলা আনা যায় এবিষয়ে কিছুই বলেননি এই ট্রাফিক পুলিশ কর্মকর্তা।