আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

যাত্রামুড়ায় বাস চাপায় চালক নিহত

রূপগঞ্জে যাত্রীবাহী বাস চাপায় মফিজুল ইসলাম(২৫) নামে এক রিক্সা চালক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয়দের বরাত দিয়ে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের ওসি মোজাফ্ফর হোসেন জানান, ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানাধীন শিবগঞ্জ কালারচর এলাকার রুহুল আমিনের ছেলে রিক্সা চালক মফিজুল ইসলাম বর্তমানে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকার উজ্জলের ভাড়াটিয়া বাড়ীতে বসবাস করে আসছিল। সোমবার সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামুড়া এলাকা থেকে রিক্সা চালিয়ে তারাব বিশ্বরোডে আসার পথে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু বরন করেন মফিজুল। খবর পেয়ে কাচপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ