আজ বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

যশোর কাস্টমসে রদ বদল

যশোর কাস্টমসে

যশোর কাস্টমসে রদ বদল যশোর কাস্টমসে

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি : বেনাপোল কাস্টম হাউজে ও যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে রদ বদল করা হয়েছে।
বেনাপোল কাস্টম হাউজের সহকারি কমিশনার মো: নূরুল বাসিরকে খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ জাকির হোসেনকে উপ কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে বদলী করা হয়েছে। চট্রগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির সহকারি পরিচালক উত্তম চাকমাকে সহকারী কমিশনার হিসেবে বেনাপোল কাস্টম হাউজে বদলী করা হয়েছে।

একই আদেশে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ কমিশনার মো:লুৎফুল কবির ও অলোক কুমার হাজরাকে ঢাকা শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। ঢাকা কাস্টম হাউজের সহকারি কমিশনার ওমর মবিনকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। ঢাকা (উত্তর) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার মির্জা রাফেজা সুলতানাকে যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারি কমিশনার হিসেবে বদলী করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের একটি সূত্র।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মো. শামসুদ্দীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (০৮.০১.০০০০.০১১.০৫.০০১.১৪ (অংশ-১)-১৪৬) সোমবার বলা হয়েছে, রাজস্ব প্রশাসনে অধিকতর গতিশীলতা আনয়ন এবং করদাতাবান্ধব পরিবেশ সৃজনের জন্য “সুশাসন ও আধুনিক ব্যবস্থাপনা কাঠামো” এর আত্ততায় বিসিএস (শুল্ক ও আবগারী) ক্যাডারের কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রজ্ঞাপনে।

স্পন্সরেড আর্টিকেলঃ